Posted by : xtreme.pull সোমবার, ৮ জুন, ২০১৫

Present situation Of Our Bangladesh, 






আমাদের ভাবনার দায় নিয়েছে কর্পোরেটরা,
তারা বলে দিচ্ছেন কোন পণ্য আমাদের প্রয়োজন, কোনটা দরকারি নয়।
রাষ্ট্র বলছে দেশের প্রত্যেক পরিবার থেকে এক জনকে যোগ্যতা অনুযায়ী চাকরী দিবে , কর্তৃপক্ষ বলছে চুপ থাকতে।

আমাদের কণ্ঠ চেপে ধরেছে সুশীলতার খসখসে মোড়ক।
আমরা ভাবতে শিখছি না, ভাবার ভান করছি ক্রমাগত।
বুকের মাঝে জন্ম নেয়া প্রশ্নগুলো গিলে ফেলছি গলার কাছেই।
আমাদের সম্পাদকরা নতজানু হন জাতীয় মসজিদে,
পান খাওয়া দাত বের করে কেউ একজন বলে দিচ্ছেন আমরা কী ভাবব, আর কী ভাবব না ।

আমাদের চিন্তার জালে তাই মাকড়সারা মৃত,
আমাদের নিউজপ্রিন্ট তাই সুশীল টয়লেট পেপার,
আমাদের দূরদর্শনের পর্দা মূর্খ মালিকের গায়িকা স্ত্রীর রঙঢং।

আশ্রয় ছিল আন্তর্জাল।
হায়, সেখানেও মুখের উপরে ক্রমাগত স্কচটেপ চেপে ধরছেন সুশীলের ঠিকাদাররা।
লিখতে চেয়েছিলাম অনেক কিছুই, কিন্তু কানের কাছে ক্রমাগত 'হাউস দ্যাট' চিৎকার করে যাচ্ছে মূর্খ ইতররা।
কেউ দরজায় আগল দিয়েছেন, কেউ ঘুম ভেঙ্গেই আমার সাজানো লেখাকে পাঠাচ্ছেন
নরকে।

এখনই উপযুক্ত সময় কিছু একটা করার।
এখনই তৈরি করতে হবে নিজের বাকভূম।
গলা ছেড়ে বলার মতো একটা মঞ্চ চাই, বুক ভরে টেনে নেয়ার জন্য চাই একটু বিশুদ্ধ
বাতাস জানতে চাই সারা পৃথিবী সম্পর্কে জানাতে চাই সারা পৃথিবী বাসিকে

আমারব্লগ.কম সেই প্রস্তুতি ও নিরীক্ষারই একটা পর্যায়।
এখানে কর্তৃপক্ষ বলে কিছু থাকছে না।
সাইটের জ্বালানি যারা আপাত: সরবরাহ করছেন তারা থাকবেন অন্ধ মূক ও বধির।
এখানে পূর্ব পরীক্ষা দিতে হয় না যোগ্যতার, মেধার, মননের।
ইগো দিয়ে ফুলানো আইনের বেলুন এখানে নাকের ডগায় ঝুলিয়ে রাখা হয় না নিরন্তর।

কথা হোক ইচ্ছেমতো।
যা বলা যায়, আর যায় না, সবই উঠে আসুক এখানে।
হোক প্রস্তাব, আলোচনা, যুক্তিসঙ্গত তর্ক, বিতর্ক কিংবা গালাগালি।
নিজের পায়ে দাঁড়ান শক্ত হয়ে, নতুন প্রজন্মের জন্য কিছু উদ্ভাবন করুন, অবস্থানকে রক্ষা করুন নিজ উদ্যোগে।
বাধা কিংবা সমর্থন - কোনো কাজেই নিজেকে অযোগ্য মনেকরবেন না
আত্মবিশ্বাসে চিৎকার করে বলুন - সকল মানুষ সমান, সবারই সমান অধিকার
জাগো নবীন যাগো প্রজন্ম আমার ব্লকে  আপনার লেখাটি  পোষ্ট করতে চাইলে অনুগ্রহ পূর্বক আমার ইমেইলে প্রেরণ করূন। ধন্যবাদ সবাইকে।
#সম্পাদকীয়

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Adventure Carees - Powered by Rwom Bangla - Designed by Rokonuzzaman (Masum) - Email rwom.bangla45@gmail.com - Call 01828-104640, 01814-477449 -